আজকাল ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলার উপায় নেই। ইলেকট্রিক বিল দেওয়া থেকে শুরু করে পড়াশোনা, সব কিছুই ইন্টারনেটে হয়ে যাচ্ছে।
ফলে ব্যবহারের সময় সচেতন থাকা খুব প্রয়োজন। নাহলে বিরাট কোনও বিপদ হয়ে যেতে পারে। তখন আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকে না।
আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি বুঝে যেতে পারবেন, কোন কোন ভুলগুলো ইন্টারনেট ব্যবহার করার সময় একেবারেই করবেন না।
আপনার ব্রাউজার আপডেট রাখুন: আপনি যদি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে চান, তবে আপনাকে সবসময় আপনার ব্রাউজার আপডেট রাখতে হবে।
ফাইল ডাউনলোড করার সময় সতর্ক থাকুন: কোনও ফাইল চেক না করে ডাউনলোড করবেন না। এতে বিভিন্ন ম্যালওয়ার থাকতে পারে, যা আপনার মোবাইল বা ল্যাপটপটি হ্যাক করে নেবে।
ওয়েবসাইট ভিজিট করার সময় URL চেক করুন। শুধুমাত্র https:// দিয়ে ওয়েবসাইটই ব্যবহার করা উচিত। এতে কোনও ঝুঁকি থাকে না।
আপনার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে কারও সঙ্গে শেয়ার করবেন না। ফলে ফোনটি হ্যাক হলে, হ্যাকারদের কাছে সব পৌছে যাবে।
ফোনে বা ল্যাপটপে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না। এতে বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, তা আপনার ফোনে ঢুকে গিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে।