বিদ্যুৎ বিল জমা দিতেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

7 October 2023

অনলাইনে বিদ্যুৎ বিল জমা করেন? জানেন কি সেই দিকেও ফাঁদ পেতে রেখেছে সাইবার স্ক্যামাররা। আর সেখান থেকেই চুরি যাচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য।

কিছুদিন আগেই পশ্চিম গোদাবরী জেলার এক ব্যক্তি এই কেলেঙ্কারির শিকার হয়েছেন। রামকৃষ্ণম রাজু নামে এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 1.85 লক্ষ টাকা গায়েব হয়েছে।

আপনার সঙ্গেও এমন ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে। কিছু বিশেষ বিষয়ে নজর রাখতে হবে।

কোনও অজানা নম্বর থেকে মেসেজ এলে অবাঞ্ছিত লিঙ্কগুলিতে ক্লিক করবেন না। কারণ এই লিঙ্কগুলির উদ্দেশ্য হল আপনার ব্যাঙ্কের বিবরণ চুরি করা।

এমনকি যদি কোনও অচেনা নম্বর থেকে ফোন আসে আপনার কাছে, আর তাতে এমন কিছু বলা হয় যে, আপনি ইলেকট্রিক বিল জমা দেননি।

অচেনা কারও এই সব কথায় বিশ্বাস করবেন না। কোনও তথ্য শেয়ার করবেন না। প্রয়োজনে সরাসরি ইলেকট্রিক অফিসের সঙ্গে যোগাযোগ করুন।

কোথায় কীভাবে যোগাযোগ করবেন? আপনি চাইলে CESC-এর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও (8585079399 এবং 8585079400) জানাতে পারেন।

এছাড়া আপনার এলাকায় যদি WBSE-এর লাইন হয়, তাহলে 19121 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। এতেই আপনি নিজেকে বাঁচাতে পারবেন।