ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন-ফ্লিপকার্টে বিরাট সেল চলছে। এই সেলে জিনিসের দামও বিরাট কমে। তবে এই সব সেল আসা মাত্রই বিভিন্ন দিকে জালিয়াতি শুরু হয়ে যায়।
যে কোনও রকম জালিয়াতি এড়াতে, না দেখে কিছু অর্ডার করবেন না। অর্থাৎ অর্ডার করার আগে, সব কিছু ভাল করে দেখে নিন। এছাড়াও, অফারটিকে আগে ভাল করে বুঝে নিন।
কোনও কিছু অর্ডার করার আগে, তার শর্তাবলী পড়ুন। মনে রাখবেন যে আপনি যে জিনিসটি কিনছেন তার আসল দাম এবং অফারের দামের মধ্যে পার্থক্য কতটা।
আপনি যেখান থেকে অর্ডার করছেন সেই সাইটটির সম্পর্কে জানুন, রিভিউ পড়ুন। এতে আপনি কোনও কেলেঙ্কারীর শিকার হবেন না।
পেমেন্ট করার সময় সতর্ক থাকুন। প্রয়োজনে Cash On Delivery দেখে অর্ডার করুন। সে 300 টাকা হোক বা 50,000 টাকা, সবেতেই নজর রাখুন।
ক্যাশ-অন-ডেলিভারির সময়, ডেলিভারি করা ব্যক্তিকে আপনার পেমেন্ট করার সময় আপনার ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।
Amazon হোক বা Flipkart, কোনও কোম্পানিই তার জিনিস অন্য কোনও সাইটের মাধ্যমে বিক্রি করে না। তাদের নিজস্ব অফিসিয়াল সাইট থেকেই কিনুন। প্রয়োজনে সেই সব কোম্পানির অ্যাপ নামিয়ে নিন।
এছাড়াও অর্ডার করার সময় যদি কোনও লিঙ্ক আসে আপনার কাছে, আর সেটিকে ক্লিক করতে বলা হয়। তাহলে একেবারেই সেই ফাঁদে পা দেবেন না।