10 October 2023

টেলিগ্রামের গ্রুপেই লুকিয়ে বিপদ!

টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে রয়েছেন? আর সেই সব গ্রুপে নতুন নতুন সিনেমা এসেই ডাউনলোড করে দেখে ফেলেন? জানেন কী হতে পারে?

সোশ্যাল মিডিয়ায় একের পর এক জালিয়াতির ঘটনা ঘটে চলেছে। বার বার সতর্কতা জারি করা সত্বেও মানুষ সচেতন হচ্ছে না। আর তার ফলেই ঘটে চলেছে বিভিন্ন ধরনের প্রতারণা।

টেলিগ্রামে গ্রুপ তৈরি করা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক(VPN) পদ্ধতি কাজে লাগিয়ে। এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কোনও কাজ করা হলে, তার আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া বেশ কঠিন।

অর্থাৎ ওই পদ্ধতির মাধ্যমে কোন জায়গা থেকে গ্রুপ তৈরি করা হয়েছে, তা জানাও বেশ মুশকিল। আর তারই ফাঁদে পড়তে পারেন আপনিও।

তাই টেলিগ্রাম ব্যবহার করার সময় ভুলেও এসব কাজ করবেন না। নাহলে কয়েক সেকেন্ডে গায়ের হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা।

কম সময়ে টাকা দ্বিগুণ করার মেসেজ এলে তাতে সাড়া দেবেন না। তাহলেই প্রতারণার মুখে পড়তে হবে। তাই এই সব মেসেজ বা গ্রুপে ভুলেও নিজেকে রাখবেন না।

কোনও লিংকে ক্লিক করবেন না। অনলাইনে প্রতারণার অনেক ঘটনা বাড়ছে। তাই কোনও অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

কোনও ওয়েবসাইট ভিজিট করবেন না। হঠাৎ করে কোনও ওয়েবসাইটে ঢুকবেন না। https:// দিয়ে শুরু হওয়া এবং লক চিহ্ন রয়েছে, এমন ওয়েবসাইটই ব্যবহার করুন।