যেকোনও কিছু কেনার আগে ভাল করে সেই জিনিসের বিষয়ে জেনে, তারপরে কেনাই ভাল। তার উপর যদি তা রেফ্রিজারেটর হয়, তাহলে তো আর বলার অপেক্ষা থাকে না।
বর্তমানে বাজারে প্রচুর অনন্য় ফিচার সহ রেফ্রিজারেটর বা ফ্রিজ পাওয়া যা। কিন্তু আপনি কীভাবে বুঝবেন কোনটি আপনার জন্য় সেরা।
একটি নতুন ফ্রিজ কেনার সময় আকার, ক্ষমতা, কুলিং প্রযুক্তির মতো অনেকগুলি জরুরি বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ।
যদিও ইতিমধ্য়েই আপনার মনে অনেক প্রশ্ন এসে গিয়েছে যে, কীভাবে এসব বুঝবেন। আপনাকে নতুন ফ্রিজ কেনার সময় কী-কী বিষয় মাথায় রাখতে হবে।
প্রথমেই একটি বাজেট সেট করুন। তারপরে সেই বাজেটের মধ্য়েই একটি ভাল ফ্রিজ কিনুন। আর ভাল ফিচারের জন্য় যদি আপনার বাজেট একটু বাড়াতে হয়, তাহলে তাও করতে পারেন।
পরিবার অনুযায়ী ফ্রিজ বেছে নিন। চারজন পর্যন্ত একটি ছোট পরিবারের জন্য, 200 থেকে 300 লিটারের মধ্যে একটি রেফ্রিজারেটর যথেষ্ট।
ফ্রিজের ডিজাইন ও রঙয়ের দিকেও আপনাকে নজর রাখতে হবে। তাই সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে ডবল ডোর, ডোর ইন ডোর বা সাইড বাই সাইড ডিজাইনের ফ্রিজ কিনতে পারেন।
দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি পাবেন এমন ফ্রিজই কিনুন। ফ্রিজের কম্প্রেসারের ওপর 5, 8 ও 10 বছর ওয়ারেন্টি মেয়াদ থাকে সেটি দেখে নিতে হবে।