এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কেবল মাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি পাঠানো যেত। এখন আপনি চাইলে HD কোয়ালিটির ছবি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে।
বাই-ডিফল্ট আপনার জন্য HD কোয়ালিটির ছবি পাঠানো খুব ভাল অপশন হতে পারে। এই অপশন সিলেক্ট করলে আপনি যেমন হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন, সেরকমই HD ছবি আপনার কাছে আসবেও।
তবে WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠানোর আগে মাথায় রাখতে হবে। সেগুলি দেখে নিন। কেবল হাই-রেজ়োলিউশন ছবিই পাঠাতে পারবেন HD কোয়ালিটিতে।
হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ থেকে ফিচারটি এখনই ব্যবহার করা যাবে না। ফটোর রেজ়োলিউশন একই থাকছে। সেই ছবিই সামান্য কিছুটা কম্প্রেসড হয়ে যাবে।
যে HD ছবিগুলি আপনার কাছে আসবে, সেগুলিকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠানোর আরও একটি অপশন আগেই ছিল।
ডকুমেন্ট হিসেবেও হাই-ডেফিনিশন ছবি পাঠানো যেত। কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য এমন কোনও সুবিধা ছিল না।
এখন আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপে সরাসরি HD ছবি পাঠাতে পারবেন। এখানে HD কোয়ালিটিতে 3024 x 4032 রেজ়োলিউশনের ছবি পাঠানো যাবে।
এখনকার রেজ়োলিউশন স্ট্যান্ডার্ড 920 x 1280 ইমেজ রেজ়োলিউশনের থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির প্রায় 2 বিলিয়ন ব্যবহারকারী আছে।