26 November 2023

অনলাইন শপিংয়েই লুকিয়ে বিপদ

অনলাইন শপিং স্ক্যামের সংখ্য়া আজকাল  ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে অনলাইন যে কোনও সাইট থেকে কেনাকাটা করার সময় সতর্ক থাকা খুব দরকার।

মিথ্যা যে কোনও অফার থেকে সতর্ক থাকুন। স্ক্যামাররা মাঝে মাঝে আকর্ষণীয় অফার বা ডিল দ্বারা আপনাকে প্ররোচিত করতে পারে।

পাশাপাশি জিনিসটি কেনার জন্য প্রতারকরা আপনাকে তাড়াহুড়োতেও ফেলতে পারে। যদি কখনও এরকম ঘটনা ঘটে তাহলে এই ক্ষেত্রে কোনও লেনদেন করবেন না।

জনপ্রিয় ই-কমার্স সাইটগুলি কখনওই আপনার কাছে পেমেন্ট ইনফরমেশন (যেমন গিফট কার্ড বা ভেরিফিকেশন কার্ড) জানতে চাইবে না।

সবার আগে লিঙ্কগুলি যাচাই করুন। এমন কোনও লিঙ্কে ক্লিক করবেন না, যা অচেনা নম্বর থেকে এসেছে। কারণ ই-কমার্স সাইটগুলি কোনও অচেনা নম্বর থেকে লিঙ্ক পাঠায় না।

আর যদি কখনও এরকম ঘটনার সম্মুখীন হন, তাহলে প্রতারকের জালে ভুলেও পা দেবেন না। আর কোনওরকম লেনদেন করবেন না।

ইমেইল বা মেসেজ সঠিকভাবে চেক করুন। যদি কখনও কোনও মেল বা মেসেজে সন্দেহজনক লিঙ্ক বা অ্যাটাচমেন্ট পান, তাহলে সেটি ওপেন করবেন না।

কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এবং প্রয়োজনে অবিলম্বে রিপোর্ট করে দিন। মনে রাখবেন, কোনও অনলাইন শপিং সাইট আপনার ব্যক্তিগত তথ্য চাইবে না।