ভুলেও এভাবে বাইক পরিষ্কার করবেন না

9 September 2023

বাইকে ভাল মাইলেজ পেতে বাইকটিকে সময়ে সময়ে সার্ভিসিং করতে হয়। অনেকেই ভাবেন বাইক পুরনো হয়েছে তাই ঠিকভাবে কাজ করছে না।

কিন্তু একেবারেই তা নয়, সার্ভিসিং-এর পরে তার মাইলেজ নতুন অবস্থার তুলনায় কিছুটা বাড়ে।

আর বাইক পরিষ্কার রাখাও দরকার। সাধ করে বাইক কেনার পর অনেকেই পরিষ্কার করতে চান না।

বাইক ধোয়ার জন্য সব সময়ে টাকা খরচ করার প্রয়োজন হয় না। আপনি বাড়িতেই পরিষ্কার করে ফেলতে পারবেন খুব সহজে।  

তবে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ বাইক ধোয়ার সময় সামান্য অসাবধানতাও আপনার বাইকটিকে খারাপ করে দিতে পারে।

আপনাকে এমন কিছু বিষয় জানানো হবে, যা বাইক ধোয়ার সময় আপনার খেয়াল রাখা উচিত। এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি আপনার বাইকটিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন।

বাইক ধোয়ার সময় বাইকের এক্সজস্ট পাইপ অর্থাৎ সাইলেন্সারে জল না ভরার চেষ্টা করুন। কারণ এর ভিতরে জল ঢুকে গেলে বাইক স্টার্ট করতে অসুবিধা হবে।

বাইকটি শুধুমাত্র নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। কারণ আপনি যদি কোনও খসখসে কাপড় বা অন্য কোনও জিনিস দিয়ে পরিষ্কার করেন, তাতে বাইকে দাগ পড়ে যেতে পারে।

বাইক ধোয়ার জন্য সবসময় বাইক ক্লিনার ব্যবহার করুন। এর কারণে বাইকের চকচকে ভান কখনও নষ্ট হয় না।