সস্তায় বিমানের টিকিট দেবে Google Flight

3 October 2023

এক দেশ থেকে অন্য দেশ হোক বা এক রাজ্য থেকে অন্য রাজ্য, সময় বাঁচাতে প্লেন ছাড়া আর কোনও উপায় নেই। তবে খরচা অনেকটাই বেশি পড়ে।

ফলে সময় বাঁচাতে কাটতে হয় মোটা টাকার প্লেনের টিকিট। এই টিকিট যাতে আপনি সস্তায় কাটতে পারেন, তার জন্য নতুন ফিচার আনল গুগল ফ্লাইটস।

কীভাবে গুগল ফ্লাইটসের এই নতুন ফিচার কাজ করবে তা জানা আছে কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে সমস্ত সুবিধা।

এর জন্য আপনাকে গুগলে গিয়ে ইংরেজিতে সার্চ করতে হবে Google Flights। এই সেকশন অনেকগুলি অপশন থাকবে।

তারপরে নিচে একটি সময়কাল দেখাবে গুগল। এই সময়ের মধ্যে বুকিং করলে টিকিটের দাম অনেক কম টাকায় পেয়ে যাবেন।

গুগল ফ্লাইটস সেকশনে আপনি যখনই গন্তব্য সিলেক্ট করবেন, তার নিচে একটি সাজেস্টেড অপশন থাকবে। সেখানেই জানতে পারবেন কোন সময়ের টিকিটের দাম সবচেয়ে কম।

তবে Google-এর তরফে জানানো হয়েছে, ভ্রমণের 2 মাস আগে টিকিট কাটলে দাম অনেক কম পড়বে। তা নাহলে আপনি তেমন বিরাট ছাড় পাবেন না।

প্রয়োজনে ইমেইল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এতে যখনই টিকিটের দাম কমবে আপনার নোটিফিকেশন পাঠাবে গুগল।