10 November 2023
Google Maps দিয়ে বুক করুন হোটেল
এবার হোটেল বুক করার জন্য Google Maps-এর ব্যবহার করতে পারবেন আপনি। এর জন্য ম্যাপে গিয়ে আপনার গন্তব্য সার্চ করতে হবে।
কাছাকাছি কী-কী হোটেল রয়েছে, ফিল্টার প্রয়োগ করে সেগুলি এক্সপ্লোর করতে পারেন। সেখানেই আপনি যে কোনও একটা হোটেলে ক্লিক করে সব জেনে যাবেন।
সবকিছু খুঁটিয়ে দেখার পরে এয়ারলাইনের ওয়েবসাইট বা বুকিং প্ল্যাটফর্ম থেকে আপনি ফ্লাইট বুক করতে নিতে পারবেন।
Google Maps-এর সাহায্য নিয়ে কীভাবে হোটেল খুঁজে, তা বুক করবেন?প্রথমেই আপনার স্মার্টফোন থেকে Google Maps খুলতে হবে।
অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজ়ার থেকে maps.google.com খুলুন। তারপরে আপনার গন্তব্য, শহর বা এয়ারপোর্টের নাম দিয়ে দিন সার্চ বারে গিয়ে।
ম্যাপে যখনই আপনার গন্তব্য দেখানো হবে, যে জায়গায় থাকতে চাইছেন সেখানে জ়ুম ইন করুন। ‘Search Nearby’ বাটনে ক্লিক করুন।
তারপরে ক্যাটেগরির তালিকা থেকে ‘Hotels’ সিলেক্ট করুন। তবে * গুগল ম্যাপস আপনাকে একটা এলাকার মধ্যে একগুচ্ছ হোটেলের নাম দেখাবে।
খরচ, রেটিং ইত্যাদি অপশনগুলি ভাল করে দেখে নেওয়ার পর আপনার পছন্দের অপশনটি বেছে নিন। তারপরেও বুক করুন।
আরও পড়ুন