Google Pay-এর মাধ্যমে ট্রেনের টিকিট বুক করা যায়। কিন্তু অনেকেই জানেন না যে কীভাবে করবেন? প্রথমে আপনাকে ফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।
এর পর আপনাকে সার্চ বারে গিয়ে ConfirmTkt-এ ক্লিক করুন। নিচের ওপেন ওয়েবসাইটটিতে ট্যাপ করুন। এর পর একটি নতুন পেজ খুলবে। এখানে আপনাকে From এবং To-এ স্টেশনের নাম সিলেক্ট করতে হবে।
তারপর আপনাকে নীচের তারিখটি সিলেক্ট করতে হবে। এবার সার্চ ট্রেনে ট্যাপ করুন। এখন আপনি সমস্ত ট্রেন সম্পর্কে তথ্য পাবেন।
সিট এবং ট্রেনের তারিখ অনুযায়ী ট্রেন সিলেক্ট করুন। তারপর আপনাকে সাইন ইন করতে বলা হবে, তারপর Continue-এ ক্লিক করুন।
এবার আপনাকে Next অপশনে ক্লিক করতে হবে। এর পরে আরও একবার সেই ট্রেন সিলেক্ট করুন। ট্রেনের ক্লাস বেছে নিন।
এরপর Book অনশনে ক্লিক করুন। টিকিট বুক করতে আপনাকে কত টাকা দিতে হবে, তার পরিমাণটা সেই Book অপশনের কাছে লেখা থাকবে।
তারপরে আপনাকে আইআরসিটিসি অ্যাকাউন্টের বিবরণ লিখতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
তারপর পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করুন। এর পর Proceed to continue এ ক্লিক করুন। তারপর UPI পিন লিখুন। তারপর IRCTC পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখুন। তারপর জমা দিন। আপনার টিকিট বুক করা হবে।