31 October 2023

স্মার্টফোন কিনলে এসব তথ্য জানা জরুরি

একটি স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনগুলি? এমনকি একটি স্মার্টফোন কেনার আগে কোন কোন জিনিস দেখা উচিত?

প্রথমেই আপনাকে ফোনটির প্রসেসর জেনে নিতে হবে। কারণ আপনার স্মার্টফোনটির সমস্ত কাজই সেই প্রসেসরের উপর নির্ভর করবে।

ফোন কেনার আগে RAM দেখে নেওয়া বিরাট গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফোনের পারফরমেন্স মেমরির উপরও কিছুটা নির্ভর করে।

স্মার্টফোনে ডেটা ধরে রাখার জন্য স্টোরেজ ব্যবহার করা হয়। অ্যাপস, ফাইল এবং অপারেটিং সিস্টেম সেভ করার জন্য ইন্টারনাল স্টোরেজ প্রয়োজন।

ফোন কেনার সময়  OLED ডিসপ্লে দেখে কেনা উচিত। এর সবথেকে ভাল ব্যাপার হল, এতে রোদের আপনি একেবারে ঝকঝকে দেখতে পাবেন।

ফোনে ভাল ব্যাটারি থাকা বিশেষ প্রয়োজন। তাই ফোন কেনার আগে অবশ্যই বেশি mAh পাওয়ার দেখেই ফোন নেবেন। এতে চার্জ অনেকক্ষণ থাকবে।

এগুলি ছাড়াও আপনাকে মাথায় রাখতে হবে যে, স্মার্টফোনে ক্যামেরা, সেন্সর, কানেকশন, অপারেটিং সিস্টেম সব কিছুই বিরাট গুরুত্ব পায়।

ফোন কেনার আগে অবশ্যই সেই সব কিছু দেখেই কিনবেন। এতে ফোনটি কেনার পরে আপনাকে আফসোস করতে হবে না।