23 November 2023

আধার কার্ডে রাখুন নিজের পছন্দের ছবি

অনেকেই জানেন না, আধার কার্ডের ছবি পরিবর্তন করে নিজের পছন্দের ছবি রাখা যায়। আপনাকে এর পদ্ধতি জানানো হবে।

যদি আধারের ফটো পরিবর্তন করতে চান বা আগের ফটোটির জায়গায় নতুন ফটো দিতে চান, তাহলে আপনি অনলাইনেই তা করে নিতে পারবেন।

 UIDAI-এর সাহায্যে আপনি আধারে নাম, মোবাইল নম্বর, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ এবং ছবি পরিবর্তন করতে পারেন।

আধার কার্ডে ফটো আপডেট করতে, প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইটে গিয়ে আধার বিভাগে যেতে হবে এবং Aadhaar Enrollment Form-এ ক্লিক করতে হবে।

এতেই আপনি Update Form-এর অপশন পাবেন। সেটিতে ক্লিক করলেই আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।

এবার আপনাকে ফর্মটিতে যা যা কিছু লেখার, সেই সব লিখে পূরণ করতে হবে এবং স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে (Permanent Enrollment Center) জমা দিতে হবে।

এখানে আপনার বায়োমেট্রিক নেওয়া হবে। অর্থাৎ আপনার চোখের ছবি, আঙুলের ছাপ নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনাকে 100 টাকা জমা দিতে হবে।

এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, আপনাকে একটি স্লিপ দেওয়া হবে যেখানে URL থাকবে। সেখানেই আপনি চেক করে নিতে পারবেন।