17 November 2023
WhatsApp প্রোফাইল ফটো লুকিয়ে রাখার কৌশল
আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো পরিবার এবং বন্ধুদের পাশাপাশি আপনার কনট্যাক্ট-ও নেই এমন লোকেরাও দেখতে পায়।
আপনি এতদিন চেয়েও প্রোফাইল ফটো লুকোতে পারছিলেন না। আর WhatsApp-এ আপনার প্রোফাইল পিকচার সকলকে দেখাবেনই বা কেন?
আপনি আপনার প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে হোয়াটসঅ্যাপের সেটিংস-এ এই পরিবর্তনগুলি করে নিন। ব্য়স তারপরে নিজের ইচ্ছে মতো প্রোফাইল ফটো রাখুন।
প্রোফাইল ফটো লুকানোর জন্য, প্রথমে আপনাকে আপনার ফোনে WhatsApp খুলতে হবে। তারপর অ্যাপের ‘Settings’-এ গিয়ে আপনাকে ‘Privacy’-তে যেতে হবে।
তারপর ‘Who can see my personal info’-এ ক্লিক করতে হবে। আর তারপরে আপনি ‘Profile Photo’ অপশনটি দেখতে পাবেন।
তাতে ক্লিক করলেই ‘My contacts except’ দেখতে পাবেন এবং তাতে ক্লিক করতে হবে। ‘My contacts except’ অপশনটিতে ফোনের contacts দেখতে পাবেন।
আপনি কাকে কাকে দেখাতে চান না, সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্ক্রিনের নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন। সেটি ক্লিক করলেই আপনাক কাজ শেষ।
এবার আপনি যাদের থেকে আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার লুকিয়েছেন, তারা কেউ দেখতে পাবেন না। যতক্ষণ না আপনি আবার Settings পাল্টে নিচ্ছেন।
আরও পড়ুন