বহু মানুষই এমন পরিস্থিতির সম্মুখীন হন, যখন ফোনের ব্যাটারি সম্পূর্ণ ভাবে শেষ হয়ে যায় এবং চার্জারও সঙ্গে থাকে না।
এমন পরিস্থিতিতে চিন্তা করার কিছু নেই। কারণ কয়েকটি পদ্ধতি রয়েছে, যাতে চার্জার ছাড়াই ফোন চার্জ করা সম্ভব।
চার্জার ছাড়াই ফোন চার্জ করতে পাওয়ার ব্যাঙ্ক, ওয়্যারলেস চার্জিং অথবা ইউএসবি পোর্টের মতো জিনিসগুলি সকলের কাজে লাগবে।
কিন্তু এই সমস্ত পদ্ধতির জন্য একটি চার্জিং কেবল বা ওয়্যারলেস ফোন চার্জিং প্যাডের প্রয়োজন হবে। সেটিতে যেন iPhone অথবা Android ডিভাইস সাপোর্ট করে।
ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারেন। যদি কারও ফোনের ব্যাটারি ফুরিয়ে যায় এবং সঙ্গে চার্জার না থাকে, তাহলে ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ করা যেতে পারে।
পাওয়ার ব্যাঙ্কের ব্যবহার অনেকেই করেন। ফলে নিজের সঙ্গে একটি পাওয়ার ব্যাঙ্ক রাখুন, তাহলে একটি কেবলের মাধ্যমে ফোনটিকে চার্জ করতে পারবেন।
যখন চার্জার পাওয়া যায় না, তখন ওয়্যারলেস চার্জিং-কে কাজে লাগাতে পারেন। কিন্তু তার জন্য ফোনেও এই ফিচার থাকা গুরুত্বপূর্ণ।
সবচেয়ে বড় কথা হল, নিজেদের ফোনে যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তাহলে অন্য ফোন থেকে চার্জ করা যাবে। তবে সেক্ষেত্রে অন্য ফোনটিতেও কিন্তু ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং ফিচার থাকতে হবে।