ল্যাপটপ হ্যাকিং থেকে বাঁচুন এই ** উপায়ে

15 September 2023

প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে হ্যাকারদের সংখ্যাও ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এই সমস্যার সমাধান কোথায়?

হ্যাকারদের নজর সাধারনত আপনার স্মার্টফোন আর ল্যাপটপের উপর। অজান্তেই আপনার ল্যাপটপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

হ্যাকাররা ল্যাপটপকে টার্গেট করছে। কারণ ল্যাপটপে অনেক ব্যক্তিগত তথ্য থাকে, যা তারা হাতিয়ে নিচ্ছে। আর তার অপব্যবহার করছে।

নিজের ল্যাপটপ বাঁচাতে চাইলে এখনই সতর্ক হোন। আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি জেনে যেতে পারবেন যে, আপনার ল্যাপটপ হ্যাক হয়েছে কি না।

তার জন্য মেনে চলতে হবে সহজ উপায়। প্রথমেই যেটা করতে হবে, তা হল আপনার ওয়েব ব্রাউজার সব সময় Up-to-date রাখুন।

সিকিউরিটি ব্রাউজিং সেফটি অন রাখুন। এছাড়াও ইন্টারনেট সার্ফিংয়ের সময় অ্যালার্ট মেসেজ শো করলে সতর্ক হোন।

প্রয়োজনে কঠিন পাসওয়ার্ড রাখার চেষ্টা করুন। এতে হ্যাকাররা খুব সহজে আপনার ল্যাপটপ হ্যাক করে নিতে পারবে না।

সব জায়গায় টু-স্টেপ অথেনটিকেশন চালু করুন। এতে কোনও রকম সমস্যা হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।