ফোন হ্যাক হয়েছে বুঝবেন কীভাবে?

29 September 2023

ইন্টারনেটের যুগে হ্যাকাররা বিভিন্ন উপায় খুঁজে বের করছে মানুষকে ঠকানোর। একের পর এক নতুন নতুন ফাঁদ পাতছে।

তার সবার প্রথম টার্গেট করছে স্মার্টফোনকে। তাতে এমন কিছু ম্যালওয়ার অ্যাপ ইনস্টল করতে দিচ্ছে, যা আপনি জানতেও পারছেন না।

আর তার সবটাই হচ্ছে হ্যাক করে। এক প্রতিবেদনে এরকম তিনটি ম্যালওয়ারের কথা বলা হয়েছে। তা হল- ডার্কগেট, ইমোটেট এবং লোকিবট।

এই ম্যালওয়্যারগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা চুরি করে নিচ্ছে নিমেষে। কিন্তু ফোনে ভাইরাস আছে কি না বা হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে?

যদি আপনার ফোনে এমন কোনও অ্যাপ থাকে, যা আপনি ডাউনলোড করেননি, তাহলে দেখার সঙ্গে সঙ্গে সেটিকে আনইনস্টল করুন।

কারণ এই অ্যাপটি আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারে। এছাড়াও যদি আপনার ডিভাইসটি স্লো হয়ে যায়, তবে সতর্ক হয়ে যান।

কারণ হ্যাকিংয়ের সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ফোনটিকে ভয়ে ভুল করেও রিসার্ট করবেন না।

তাছাড়াও যদি ফোনটি অতিরিক্ত গরম হয়, তাহলে এর মানে হল যে ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার চলছে, যা আপনার ডেটা হাতিয়ে নিতে পারে।