2 November 2023

আধারের সঙ্গে কোন নম্বর যুক্ত? খুঁজুন এভাবে

কোন মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত রয়েছে, তা বুঝেই উঠতে পারেন না অনেকে। ফলে আবার লিঙ্ক করানোর চেষ্টা করেন।

আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাজের জন্য OTP প্রয়োজন হয়, যা শুধুমাত্র আধার লিঙ্কযুক্ত মোবাইলে আসে।

যদি আপনি কোন মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত রয়েছে তা না বুঝতে পারেন, তাহলে চিন্তা করার দরকার নেই।

আপনি ঘরে বসে অনলাইনে সহজেই এটি খুঁজে বের করতে পারবেন, যে কোন নম্বরের সঙ্গে আধার যুক্ত। দেখে নিন পুরো প্রক্রিয়া।

প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য গুগলে https://uidai.gov.in/ টাইপ করুন।

এখানে My Aadhaar বিভাগে ক্লিক করুন। তারপরে Aadhaar Service অপশনে যান। এবার Aadhaar Service-এ Verify an Aadhaar Number-এ ক্লিক করুন।

এবার আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন। ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখতে হবে। তারপরে Proceed to Verify-এ ক্লিক করুন।

এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বরের শেষ তিনটি নম্বর দেখতে পাবেন। যদি কোনও মোবাইল নম্বর লিঙ্ক না থাকে ,তাহলে নম্বরগুলি এখানে দেখা যাবে না।