08 December 2023

এমন হেলমেটেই দূর হবে অস্বস্তি

credit: instagram

TV9 Bangla

গাড়ির জন্য যেমন সিট বেল্ট প্রয়োজন, ঠিক তেমনিই বাইকের জন্য হেলমেট। কিন্তু প্রায়শই অনেক লোক হেলমেট পরতে চান না।

কারণ তাঁরা এতে অস্বস্তি বোধ করেন। তবে তা মোটেই ঠিক কাজ না। তবে এই সমস্যারও সমাধান হতে পারে। বাজারে এখন অনেক ধরনেরই হেলমেট পাওয়া যায়।

কম দাম থেকে শুরু করে বেশি দামের। আপনাকে এমন কিছু জিনিস জানানো হবে, যেগুলি হেলমেট কেনার সময় মাথায় রাখা উচিত।

আপনি যদি স্পোর্টস বাইক চালান তাহলে ট্র্যাক ডে হেলমেট কেনা আপনার জন্য অত্যন্ত উপকারী। এটি একটি ফুল ফেস হেলমেট।

যে কোনও ফুল ফেস হেলমেট আপনাকে খুব ভাল ভাবে সুরক্ষা দেয়। এই হেলমেটগুলির উপরের দিকে এয়ার ভেন্ট রয়েছে, যার মাধ্যমে হাওয়া ভিতরে এবং বাইরে চলাচল করতে পারে।

যদিও এর দাম রেগুলার হেলমেটের থেকে কিছুটা বেশি। তবে যখন প্রসঙ্গ সুরক্ষার। তখন বেশি দাম দিয়ে কেনাই ভাল।

হেলমেট কেনার সময় খেয়াল রাখতে হবে যে কালো ভিসার দেওয়া হেলমেট কেনা উচিত নয়। আসলে, কালো ভিসার দিয়ে রাতে বাইক চালানোর সময় অনেক সমস্যা হয়।

কারণ রাতে কালো ভিসার দিয়ে দেখলে অন্ধকার মনে হতে পারে। আর সাধারণ ভিসার দিয়ে আপনি যে কোনও সময় সহজেই বাইক চালাতে পারবেন।