28 November 2023

গিজ়ারের ট্যাঙ্কে মাটি জমলে সতর্ক হন

আজকাল বহু মানুষই গিজ়ার ব্যবহার করেন। কিন্তু শুধু ব্যবহার করলেই হয় না। বরং সেই সঙ্গে যত্ন নেওয়াও দরকার।

গিজ়ারের জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখা প্রয়োজন। আর অনেকেই তা করেন না। ফলে ঘটে যেতে পারে, বিরাট কোনও বিপদ।

বহু দিন ধরে জলের ট্যাঙ্ক পরিষ্কার না করার ফলে, এতে মাটি এবং ক্যালসিয়াম জমে যায়। অতিরিক্ত মাটি ও ক্যালসিয়াম জমে জলের ট্যাঙ্কের পাইপ আটকে যায়।

এ কারণে গিজ়ারের জলও ধীরে ধীরে যায় এবং ময়লার কারণে জল গরম হওয়ার গতি কমে যায়। শুধু তাই নয়, অনেক সময় এই কারণে গিজ়ারটি নষ্ট হয়ে যেতে পারে।

শীতে আপনি যদি আপনার বাড়িতে বেশি গরম জল ব্যবহার করেন তবে আপনি জলের ট্যাঙ্কে একটি থার্মাল কভার লাগাতে পারেন।

অনলাইন এবং অফলাইন উভয়েই থার্মাল কভার কিনতে পারবেন। এতে জলও খুব তাড়াতাড়ি গরম হবে। আর জলের ট্যাঙ্ক ভাল থাকবে।

যদি আপনার ট্যাপ, টিউব, ট্যাঙ্ক ইত্যাদি পুরনো হয়ে যায় তবে সেগুলি প্রতিস্থাপন করুন। আসলে এসব জিনিসে মরচে ধরার কারণে গরম জল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।

ফলে জল বারবার গরম করতে হয়। শুধু তাই নয়, আপনার গিজার পুরনো হয়ে গেলেও আপনাকে একই সমস্যার সম্মুখীন হতে পারে।