শীত হোক বা গরম, মাইক্রোওয়েভে খাবার গরম করা খুবই সহজ। কিন্তু শুধু ব্যবহার করলেই হবে না, তা পরিষ্কার রাখাও প্রয়োজন।
অনেকেই মনে করেন, মাইক্রোওয়েভ পরিষ্কার করা খুব কঠিন কাজ। কিন্তু একেবারেই তা নয়। কয়েক মিনিটেই পরিষ্কার হয়ে যায়।
অনেকদিন ব্যবহারের ফলে খাবার মাইক্রোওয়েভের রডের ভিতরে আটকে যায় এবং ময়লা জমে যায়। যদিও বাজারে অনেক ক্লিনিং প্রোডাক্ট পাওয়া যায়, তবে সেগুলির দাম অনেক বেশি হয়।
আপনার রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে, যা দিয়ে কয়েক মিনিটেই মাইক্রোওয়েভ চকচকে করে ফেলতে পারেবন। তার জন্য কোনও টাকার খরচ করতে হবে না।
মাইক্রোওয়েভে লেবু ব্যবহার করলেই তা ঝকঝকে হয়ে যায়। কিন্তু এবার প্রশ্ন হল লেবু ব্যবহার করবেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
প্রথমে একটি বাটিতে এক কাপ জল নিন। তারপরে তাতে কয়েক টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
সেই বাটিটা মাইক্রোওয়েভে রাখুন এবং মাইক্রোওয়েভটি 3-4 মিনিটের জন্য হাই মোডে অন করুন। সেটিকে ভাল করে গরম হতে দিন।
বাটিটি বের করে এনে, মাইক্রোওয়েভের ভিতরটা একটি কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। তারপরেই দেখবেন আপনার মাইক্রোওয়েভ একদম নতুনের মতো ঝকঝক করবে।