10 December 2023
বেকিং সোডাতেই পরিষ্কার হবে স্মার্টওয়াচ স্ট্র্যাপ
credit: Instagram
TV9 Bangla
সময়মতো পরিষ্কার না করলে স্মার্টওয়াচের স্ট্র্যাপ খুবই নোংরা দেখায়। আবার কথায় কথায় তা পাল্টে নেওয়াও সম্ভব নয়।
এমন পরিস্থিতিতে আপনাকে কিছু টিপস জানানো হবে, যার মাধ্য়মে আপনি স্মার্টওয়াচের স্ট্র্যাপ সম্পূর্ণরূপে পরিষ্কার করতে পারেন।
আর সেই সঙ্গে আপনার স্মার্টওয়াচও একদম নতুনের মতো ঝকঝকে থাকবে। এর জন্য প্রথমেই বেকিং সোডা ব্যবহার করুন।
স্মার্ট ঘড়ির সাদা স্ট্র্যাপ যদি হলুদ হয়ে যায় বা কিছুটা নোংরা হয়ে যায়, তবে বেকিং সোডা এটি পুরোপুরি পরিষ্কার করার সেরা উপায় হতে পারে।
এটি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে সাদা স্ট্র্যাপ পরিষ্কার হয়ে যাবে। প্রথমে এক কাপ জলে দুই চামচ বেকিং সোডা মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণে সাদা স্ট্র্যাপটি প্রায় 5 মিনিট রেখে দিন। 15 মিনিট পর কোনও একটি পুরনো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
আপনার বাড়িতে যদি সেভিং ক্রিম থাকে, তবে তার সাহায্যে আপনি সাদা বেল্ট পরিষ্কার করতে পারেন। বেল্টের হলুদ দাগ বা ঘামের দাগ সহজে দূর করবে।
প্রথমত , স্মার্ট ঘড়ি থেকে স্ট্র্যাপ অর্থাৎ বেল্ট আলাদা করুন। এবার এই বেল্টে সেভিং ক্রিম লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।
আরও পড়ুন