ইলেকট্রিক স্কুটার সাফাইয়ে অত্যাবশ্যক কিছু বিষয়
20 September 2023
পেট্রলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। ফলে অনেকেই এখন ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন।
তবে সাধের ইলেকট্রিক স্কুটারটি কীভাবে পরিষ্কার করবেন, তা কিছুতেই বুঝে উঠতে পারেন না। অনেকেই মনে করেন এটি কঠিন কাজ।
ইলেকট্রিক স্কুটার পরিষ্কার করা একদমই কঠিন কাজ নয়। তবে আপনাকে কিছু বিশেষ দিকে নজর রাখতে হবে। নাহলেই বড় ক্ষতি হয়ে যাবে।
ইলেকট্রিক স্কুটারে বেশি জল ব্যবহার না করাই ভাল। অল্প পরিমাণ জল দিয়ে ঢুয়ে নেওয়ার চেষ্টা করুন। তবে খেয়াল রাখবেন কিছু বিষয়।
কোনওভাবেই যাতে ব্যাটারিতে জল না ঢুকে যায়। অর্থাৎ স্কুটার ধোয়ার সময় যাতে কোনওভাবেই জলের প্রেসার বেশি না থাকে।
একটি পুরনো টুথব্রাশ দিয়ে কোণগুলি পরিষ্কার করুন, যেমন পিছনের শক এবং ক্যালিপারগুলির ভিতরের অংশ ভাল করে ঘসুন। আর সেই অংশটি শুকিয়ে নিন।
আপনি চাইলে একটি ওয়াশিং স্পঞ্জ, একটি নরম কাপড় বা একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে সমস্ত অংশগুলিকে মুছে নিতে পারেন।
গ্রীষ্মে গাড়ি ধোয়ার পর, গাড়িকে কোনও ঠান্ডা জায়গায় রাখুন, যাতে বৈদ্যুতিক স্কুটার ডিসপ্লে জলীয় বাষ্প ঢুকতে না পারে।
আরও পড়ুন