ফোন কয়েকদিনের পুরনো হয়ে গেলেই, তাতে বিশেষ কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। কখনও ব্যাটারির সমস্যা, আবার কখনও হ্যাং হওয়ার সমস্যা।
তবে ফোনটিকে সময়ে সময়ে আপডেট করার প্রয়োজন হয়। নাহলে একটা সময় পড়ে সেটি একেবারেই খারাপ হয়ে যায়। যখন আর কিছুই করার থাকে না।
আপনি যদি আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে কখনই এটিকে পুরো 100 শতাংশ চার্জ করা উচিত হয়। 80% হলেই বন্ধ করে দেওয়া উচিত।
স্মার্টফোনের গতি বাড়াতে চাইলে এর মেমরি পরিষ্কার রাখতে হবে। কারণ তা না হলে স্মার্টফোনের গতি কমে যায়। ফলে সময়ে সময়ে মেমরি খালি করুন।
অনেক সময় স্মার্টফোনের ব্যাটারি বেশিক্ষণ স্থায়ী হয় না। তবে এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যার মধ্যে একটি ফোন আপডেট না হওয়া।
আপনি যখন সময়ে সময়ে আপনার ফোন আপডেট করবেন, তখন দেখবেন ফোনের অনেক সমস্যাই মিটে যাবে।
আপনার স্মার্টফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে এর পিছনে অনেক কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ হল অনেক অ্যাপ ইনস্টল করা।
অ্যাপের কারণে ফোনের প্রসেসরে চাপ পড়ে এবং স্মার্টফোন গরম হতে শুরু করে। ফলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুথে ফেলাই ভাল।
স্মার্টফোনে অতিরিক্ত হ্যাং হওয়ার সমস্যা থেকেই আপনি সহজে মুক্তি পাবেন। এই ধরনের সমস্যা এড়াতে আপনার স্মার্টফোনের ক্যাশে দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করুন।