টিভির চ্যানেল পাল্টান ফোন থেকেই
31 August 2023
টিভি কন্ট্রোল করতে আর রিমোটের প্রয়োজন হবে না। সেই কাজ হবে স্মার্টফোনের মাধ্যমেই।
আপনি Google TV অ্যাপের সাহায্যে আপনার Android TV নিয়ন্ত্রণ করতে পারেন। এই কৌশলটি কীভাবে কাজ করে জানুন।
কীভাবে অ্যান্ড্রয়েড ফোনকে রিমোটে পরিণত করবেন? তা দেখে নেওয়া যাক।
প্রথমে Google Play Store থেকে Google TV অ্যাপটি ডাউনলোড করুন। তারপর একই Wi-Fi-এর সঙ্গে টিভি এবং মোবাইল কানেক্ট করুন।
যদি বাড়িতে কোনও Wi-Fi না থাকে তবে আপনি ব্লুটুথের মাধ্যমেও কানেক্ট করতে পারেন।
অ্যাপের রিমোট অপশনে ক্লিক করুন। অ্যাপটি ডিভাইসটি স্ক্যান করা শুরু করবে।
একবার আপনার টিভিটি খুঁজে নিন অনেক অপশনের মধ্যে থেকে। তারপরে তা সিলেক্ট করুন।
আপনার টিভি স্ক্রিনে একটি কোড দেখা যাবে। অ্যাপে কোডটি লিখুন এবং pair অপশনে ক্লিক করুন।
একবার আপনার ফোন pair হয়ে গেলে, আপনি এটি একটি সাধারণ রিমোটের মতো ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন