11 November 2023
দীপাবলিতে ফোনেই ঝকঝকে ফটো তোলার টিপস
দীপাবলি মানেই চারিদিকে আলোর সাজ। আর তাতেই উঠবে দুর্দান্ত সব ফটো। কোনও ক্য়ামেরার প্রয়োজন নেই। ফোনই যথেষ্ট।
আপনি আপনার ফোন থেকেই একদম ঝকঝকে ফটো ক্লিক করতে পারবেন। তার জন্য আপনাকে বিশেষ কিছু টিপস মেনে চলতে হবে।
আপনার ফোনের লেন্স নোংরা কি না তা দেখুন। যদি নোংরা হয় তবে একটি নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
যখনই আপনি কোনও ফটো ক্লিক করবেন, তখন আলোর কথা মাথায় রাখুন। কারণ অনেক সময় কম আলোতে ফোকাস নিতে চায় না।
ফোনের ক্যামেরা সেটিংস চেক করুন। এমন অনেক সেটিংস থাকে, যা বহু মানুষই জানেন না। তাই ফটো তোলার আগে সেটি দেখে নিন।
ফটোতে ক্লিক করার সময় স্ক্রিনে ট্যাপ করে ম্যানুয়ালি এক্সপোজার এবং ফোকাস ঠিক করুন। এতে ছবি ভাল একেবারে DSLR ক্যামেরার মতো আসবে।
তার জন্য প্রথমে ক্যামেরা অ্যাপটি খুলতে হবে এবং পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ, নাইট মোড বা প্রো মোডের মতো অনেকগুলি মোডগুলি ঠিকঠাক রয়েছে কি না দেখে নিন।
তবে রাতে ছবি তোলার সময় নাইট মোড ব্যবহার করতে পারেন। আর ঝকঝকে ছবি তুলতে HDR মোডে ক্লিক করতে ভুলবেন না।
আরও পড়ুন