19 November 2023

কতদিন অন্তর সার্ভিসিং করবেন ফ্রিজ?

বাড়ির ফ্রিজটিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে? বছরের পর বছর চালু থাকার কারণে ফ্রিজের সার্ভিসিংয়ে কেউই গুরুত্ব দেয় না।

এমন পরিস্থিতিতে ফ্রিজটি সার্ভিসিং না করলে, ফ্রিজে কোনও সমস্যা হলে 10 হাজার টাকা পর্যন্তও খরচ হতে পারে।

এমনকী কিছু কিছু ক্ষেত্রে ফ্রিজটি একেবারেই খারাপ হয়ে যেতে পারে। বছরে ঠিক কতবার আপনার সাধের ফ্রিজটির সার্ভিসিং প্রয়োজন?

অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। ফ্রিজের বছরে কতবার সার্ভিসিং করাতে হবে? বছরে অন্তত দুবার ফ্রিজ সার্ভিসিং করুন।

সার্ভিসিং করানোর প্রধান কারণ হল ফ্রিজটি ঠিক আছে কি না। অনেক সময় এমন কোনও সমস্যা দেখা যায়, যা আপনি নিজে বাড়িতে সারাতে পারছেন না।

তখন সার্ভিসিং করিয়ে নেওয়াই ভাল। ফ্রিজের চেকআপের জন্য, এমন একজন ব্যক্তিকে ফোন করুন, যিনি ফ্রিজ মেরামত করতে পারদর্শী।

তিনি ফ্রিজটি পরীক্ষা করে আপনাকে বলতে পারবেন যে, কোনও সমস্যা আছে কি না। এছাড়া আপনাকেও ছোট ছোট কিছু বিষয়ে নজর রাখতে হবে।

প্রায় প্রতিদিনই কিছু না কিছু ভুল করে বসেন আপনি, যার জন্য একটা সময় বড় খরচা হতে পারে। তাই আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন।