09 December 2023

গাড়ি চালাতে চালাতে এসব ভুল করছেন না তো?

credit: instagram

TV9 Bangla

নিয়মিত গাড়ির রক্ষনাবেক্ষন করলে এবং যত্ন নিলে বাড়বে গাড়ির আয়ু, একই সঙ্গে কমে যাবে আপনার অতিরিক্ত খরচ।

অনেক সময় গাড়ি চালাতে চালাতে এমন অনেক ভুল করে বসেন, যে তার জন্য় আপনার গাড়ির ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে।

তাই ভুলগুলি দ্বিতীয় বার করার আগে, কিছু বিষয় জেনে নিন। মনে রাখবেন ইঞ্জিনের তাপমাত্রা সম্পর্কে সতর্ক হওয়া দরকার।

গাড়ির ইঞ্জিন বেশি গরম হলে আগুন লাগার আশঙ্কা থাকে। এই কারণেই, গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য অনেক ব্যবস্থা নেওয়া দরকার।

যেমন ইঞ্জিনের কাছে একটি ফ্যান বসানো, যা ইঞ্জিনকে ঠান্ডা রাখবে। এছাড়াও, ইঞ্জিন ঠান্ডা রাখতে কুল্যান্ট ব্যবহার করতে পারেন।

ইঞ্জিনের তাপমাত্রা নির্দেশ করার জন্য আজকাল প্রায় সমস্ত গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে একটি আলো থাকে, যা তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বলতে শুরু করে।

গাড়ির ব্রেক সিস্টেমগুলির সঠিক পরিচর্যা করুন। কারণ এটি আপনার প্রিয়জনকে বড় কোনও দূর্ঘটনা থেকে বাঁচাতে পারে।

আপনি যদি সিএনজি গাড়ি ব্যবহার করেন, তবে লিকেজের বিষয়ে বিশেষ যত্ন নিন। সিএনজি গাড়িতে লিকেজের ঝুঁকি থাকে।