12 October 2023

প্যান কার্ড হারিয়েছে? 2 মিনিটেই সমাধান

প্যান কার্ড হারিয়ে গিয়েছে? কী করবেন বুঝতে পারছেন না? সব সমস্যারই সমাধান আছে। আপনি E-PAN ডাউনলোড করে নিন।

আপনার যদি মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকে, তাহলে আয়কর ই-ফাইলিং ওয়েবসাইট থেকে খুব সহজেই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

প্রথমেই আপনাকে অফিসিয়াল ইনকাম ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইটে ঢুকতে হবে। তারপরে বাম দিকে আপনি E-PAN অপশনটি সিলেক্ট করে নিন।

এবার আপনাকে নিচের Continue-এ ক্লিক করুন। তারপর Status/ Download PAN অপশনটিতে আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে। এবার চেকবক্সটি টিক করুন এবং তারপর Continue-এ ক্লিক করুন।

আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। এখন OTP লিখুন এবং Continue-এ ক্লিক করুন।

এর পরে আরেকটি পেজ আসবে। সেখানে ই-প্যান দেখার এবং ই-প্যান ডাউনলোড করার অপশন পাবেন। এখান থেকে ডাউনলোড ই-প্যান অপশনটি বেছে নিন।

তারপর সেভ দ্য পিডিএফ ফাইলে (Save the PDF) ক্লিক করুন। এর পরে আপনার ই-প্যান ডাউনলোড হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন।

বর্তমানে প্রচুর জালিয়াতি হচ্ছে। তাই অনলাইনে এই ধরনের কাজ করার সময় ভাল করে দেখে নেবেন আপনি সঠিক ওয়েবসাইটটিতেই ঢুকেছেন কি না। নাহলে বড় কোনও বিপদ ঘটে যেতে পারে।