ইনস্টাগ্রামে রিল দেখেই অবসর সময় কাটে? এমন অনেক রিল আছে যা আপনি পছন্দ করেন। কিন্তু সেগুলিকে ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে চাইলেও পারেন না।
কেউ কেউ রিল হোয়াটসঅ্যাপে শেয়ার করেন। আবার রিল ডাউনলোড করার জন্য বিভিন্ন পদ্ধতিও অবলম্বন করেন। কখনও আলাদাভাবে অ্যাপও ডাউনলোড করেন।
এবার এই সমস্য়ার সমাধান নিয়ে আসা হল। এবার থেকে আপনি সরাসরি ইনস্টাগ্রাম রিলস ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে অন্য় কোনও অ্যাকাউন্টে লগইন করতে হবে না।
পদ্ধতিটাও খুব সহজ। আপনি ইনস্টাগ্রামর রিল MP4 আকারে রিল ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার রিলটি গানের সঙ্গেই ডাউনলোড হবে।
এই উপায়ে মাধ্যমে কোনও অ্যাপ ছাড়াই আপনি আপনার ফোনের গ্য়ালারিতে রিল সেভ করে রাখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন।
প্রথমে আপনাকে আপনার ফোনে Instagram খুলতে হবে। এরপরে আপনাকে সেই রিলটি খুলতে হবে, যা আপনি ডাউনলোড করতে চান।
তারপর শেয়ার বোতামে ক্লিক করুন এবং ‘add reel to your story’ অপশনে ক্লিক করুন। এরপর রিলটি আপনার ফোনের স্ক্রিনে দেখা যাবে।
যদি এর আকার ছোট হয় তবে আপনাকে জুম করে এর আকার বাড়াতে হবে। এটি করার পরে আপনাকে উপরের ডান দিকে কোণায় তীরটিতে ক্লিক করে রিলটি ডাউনলোড করতে হবে।