ইদানিং হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার এনে হাজির করছে। তার মধ্যেই এমন কিছু ফিচার এমনও রয়েছে, যা অনেকের কাছেই পরিচিত।
বহু দিনের পুরনো একটি ফিচার হল স্ট্যাটাস। তবে এবার আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন তাও আবার কোনও অ্যাপ ছাড়াই।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি অ্যাপে 24 ঘন্টা স্ট্যাটাস থাকে। এতে ব্যবহারকারীরা তাদের ছবি বা ভিডিয়ো দিতে পারেন।
টেক্সট স্ট্যাটাসও দেওয়া যায়। স্ট্যাটাস ফিচারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও রয়েছে। দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন।
প্রথমে ফাইল ম্যানেজার অ্যাপটি ডাউনলোড করুন। এটিতে আপনি লুকানো ফাইলও দেখতে পাবেন। আপনি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
অ্যাপটি খুলুন এবং তারপরে অ্যাপের উপরের ডানদিকে মেনু আইকনে ক্লিক করুন। এর পরে, স্লাইড করে বাঁ দিকের মেনু ড্রয়ারটি খুলুন।
তারপর সেটিংসে যান। এতে show hidden files অপশনটির টগলটি চালু করুন। তারপর প্রথম পেজে ফিরে যান। নিচে Internal storage অপশনে ক্লিক করুন।
একটু নিচে স্ক্রোল করুন এবং WhatsApp ফোল্ডারটি খুঁজুন। এতে আপনি .Statuses folder. দেখতে পাবেন। সেখান থেকেই আপনার পছন্দ মতো স্ট্যাটাস আপনি সেভ করে নিতে পারবেন।