15 November 2023

ইন্টারনেট ছাড়াই দেখুন YouTube ভিডিয়ো!

সবথেকে বেশি ব্যবহৃত জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল YouTube। সারা বিশ্বে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মের।

Youtube-এ যে কোনও সময় ভিডিয়ো দেখার জন্য চাই হাই স্পিড ইন্টারনেট কানেকশন। কিন্তু ইন্টারনেট ছাড়াই YouTube-এ ভিডিয়ো দেখুন।

অর্থাৎ আপনি চাইলে অবসর সময়ে ইন্টারনেট কানেকশন ছাড়াও YouTube-এর ভিডিয়ো দেখতে পারবেন। জেনে নিন উপায়।

Youtube অ্যাপের মধ্যে রয়েছে "Download” অপশন। এই বাটনে ট্যাপ করে YouTube-এর যে কোনও ভিডিয়ো নিজের ফোনে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

তবে জেনে রাখা দরকার, শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করেই YouTube থেকে ভিডিয়ো ডাউনলোড করা সম্ভব। এই সুবিধা অন্য ডিভাইসে পাবেন না।

মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে YouTube ভিডিয়ো ডাউনলোড করবেন, তা দেখে নিন। এর জন্য প্রথমে YouTube অ্যাপ ওপেন করতে হবে।

যে ভিডিয়ো আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিয়োটি ওপেন করতে হবে। ভিডিয়োর ডেস্ক্রিপশনের উপরে থাকা Download অপশনে ক্লিক করুন।

যে ভিডিয়োটি ডাউনলোড হবে সেটি YouTube অ্যাপের Library অপশনে দেখতে পাবেন। পরবর্তীকালে সেটি দেখতে আপনার ইন্টানেট কানেকশন লাগবে না।