ইয়ারবাডস জীবাণুমুক্ত রাখুন এই উপায়ে

13 September 2023

ইয়ারবাড ব্যবহার করলেই হয় না, সেই সঙ্গে তার যত্ন নেওয়াও প্রয়োজন। নাহলে একটা সময় পরে তা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

নিয়মিত পরিস্কার না করলে কিছুদিন পর তা নষ্টও হয়ে যেতে পারে। ভাবছেন তো, ইয়ারবাডের মতো অত শৌখিন একটি জিনিস কীভাবে পরিস্কার করবেন?

চিন্তা নেই এখানে আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার শখের ইয়ারবাড গুলিকে যত্নে রাখতে পারবেন।

শুধু পরিষ্কার করার সময় আপনাকে এমন কিছু বিষয়ে নজর রাখতে হবে, যা আপনাকে জানানো হবে। নাহলে অজান্তেই বড় ভুল হয়ে যাবে।

কটন বাড দিয়ে খুব সুন্দর পরিস্কার করা যায়। ইয়ারবাডগুলি পরিষ্কার করার সময় খুব সচেতন থাকতে হবে। কোনও রকম অসাবধানতা বাডগুলিকে খারাপ করে দিতে পারে।

সঠিকভাবে পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ। তাই কোনও কাপড় দিয়ে না ঘষে আলতো হাতে কটন বাড দিয়ে পরিস্কার করতে হবে। কটন বাড দিয়ে ইয়ারবাড পরিষ্কার করলে কোনও ক্ষতি হবে না।

কিছুদিন পর পরই অ্যালকোহল ওয়াইপ দিয়ে ইয়ারবাড মুছে নেওয়া ভাল। এতে ইয়ারবাড একেবারে নতুনের মতো ঝকঝক করে।

এছাড়াও কেবল বাডগুলিকে জীবাণুমুক্ত রাখে না, সঙ্গে সেগুলিকে পরিস্কারও রাখতে সাহায্য করে। যে কোনও ওষুধের দোকানে অ্যালকোহল ওয়াইপ পেয়ে যাবেন।