24 November 2023
ChatGPT-কে কাজে লাগিয়ে আয় করুন প্রচুর টাকা
আজকাল মানুষের হাজার-একটা কাজ জলের মতো সহজ করে দিচ্ছে ChatGPT। ফলে সেটিকে কাজে লাগিয়ে টাকাও আয় করতে পারেন।
ChatGPT-র দুটি ভার্সন রয়েছে— তার একটি পেইড এবং অপরটি ফ্রি। নাম শুনেই বুঝতে পারছেন, ফ্রি ভার্সনে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না।
অন্য দিকে পেইড ভার্সনে আপনাকে টাকা খরচ করতে হবে। তবে ChatGPT Paid ভার্সনে আপনি একাধিক অতিরিক্ত ফিচার পেয়ে যাবেন।
ChatGPT কীভাবে ব্যবহার করবেন? তার জন্য আপনাকে Open AI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ক্লিক করে আপনাকে লগইন করতে হবে।
প্রথমবার যদি চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাহলে সাইন আপ করতে হবে আপনাকে। একবার সাইন আপ করা হয়ে গেলেই আপনি ChatGPT AI Chatbot-টি ব্যবহার করতে পারবেন।
কীভাবে আপনি ChatGPT-র মাধ্যমে রোজগার করতে পারবেন? এখন আপনাকে কিছু পদ্ধতির কথা বলা হবে। যেগুলির সবই আপনি এই AI Chatbot-এর সাহায্যে করতে পারেন।
আর সেই কাজগুলি আপনি একবার করতে পারলে, সেখান থেকেই মাসে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। অর্থাৎ শুধু সঠিকভাবে কাজে লাগাতে হবে ChatGPT-কে।
ChatGPT-কে দিয়ে আপনি কোড লেখাতে পারেন। ChatGPT কিন্তু কন্টেন্টও লিখতে পারে। ফলে কন্টেন্ট রাইটিং-এর কাজ করাতে পারেন তাকে দিয়ে।
আরও পড়ুন