30 November 2023
WhatsApp-এ মেসেজ এডিট করা শিখেছেন?
বেশ অনেকদিন হল WhatsApp-এ Message Edit ফিচার এসেছে। এতে সহজেই মেসেজে আপনার ভুলভ্রান্তি ‘এডিট’ করে ফেলতে পারবেন।
এখনও এই নতুন ফিচার ব্যবহার করেননি তো? বুঝেই উঠতে পারছেন না, কীভাবে ‘এডিট মেসেজ’ ফিচারটিকে কাজে লাগাবেন? দেখে নিন।
যে মেসেজ আপনি এডিট করবেন, সেটি হোল্ড করে প্রেস করুন। এতে আপনার মেসেজটি হাইলাইট করা হবে এবং একটি কনটেক্সচুয়াল মেনু দেখানো হবে।
এবার iOS-এর মেনুতে গিয়ে ‘Edit’ অপশনে ট্যাপ করুন। তাহলেই আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করতে পারবেন।
Android-এর ক্ষেত্রে আপনাকে স্ক্রিনেক উপরের ডান দিকের কর্নারে থ্রি ডট মেনু খুঁজে বের করতে হবে। তার উপরে ট্যাপ করুন, তাহলে মেনু অপশনটি পেয়ে যাবেন।
আপনাকে একটি টেক্সট ফিল্ড দেখানো হবে, সেখানেই আপনার সিলেক্ট করা মেসেজের পরিবর্তনগুলি করতে পারবেন এডিটের মাধ্যমে।
আপনার মেসেজের জন্য প্রয়োজনীয় এডিটগুলি করে ফেললে টেক্সট বক্সের পাশে গ্রিন চেক মার্কে ট্যাপ করুন। তাতে আপনার এডিটেড মেসেজটি সেভ করতে পারবেন।
WhatsApp-এর তরফ থেকে জানানো হয়েছে, যে মেসেজটি আপনি এডিট করেছেন, সেটিকে ‘এডিটেড’ হিসেবেই মার্ক করা হবে।
আরও পড়ুন