স্মার্টফোনে মেমরি স্টোরেজ শেষ?
4 October 2023
প্রচুর ছবি আর ভিডিয়োয় ফোনের মেমরি স্টোরেজ ভর্তি হয়ে গিয়েছে? কোনটা ডিলিট করবেন, আর কোনটা করবেন না বুঝতে পারছেন না?
কিন্তু জানেন কি, ফোনের মেমরি স্টোরেজ শেষ হয়ে গেলে ফোনে কী কী সমস্যা দেখা দিতে পারে? চলুন তা জেনে নেওয়া যাক।
জায়গার অভাব দেখা দিলে সব ফোনেই সমস্যা হয়। স্মার্টফোনের প্রসেসিং স্পিড কমে যাওয়া থেকে বারবার হ্যাং হওয়া, সব রকমের সমস্যাই দেখতে পাবেন।
ফোনটি অল্প ব্যবহারেই গরম হয়ে যেতে পারে। এমনকি কাজের ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিতে পারে। ফোনটি ধীরে কাজ করতে শুরু করে।
আবার গুরুত্বপূর্ণ কোনও কাজের সময়ে নোটিফিকেশন আসতে পারে - "নট এনাফ মেমরি!" পাশাপাশি নতুন কোনও অ্যাপ ইনসটল করতেও পারবেন না।
ফলে গুগল ড্রাইভ বা ক্লাউডের মতো অ্যাপ ব্যবহার শুরু করুন। সেখানে ফোনের ছবি, ভিডিয়ো ইত্যাদি সেভ করে রাখতে পারেন।
এর ফলে আপনার ফোনের উপর চাপ কম হবে এবং একইসঙ্গে আপনার পছন্দের মুহূর্তের ছবি-ভিডিয়োও অক্ষত থাকবে। কোনও কিছু ডিলিট করতে হবে না।
মোবাইলের অ্যাপ সেটিংসে গিয়ে Cache ফাইল ডিলিট করুন নিয়ম করে। কারণ, বহু অ্যাপের ক্যাশেতেই অনেকটা মেমরি দখল করা থাকে।
আরও পড়ুন