5 November 2023

Google-ই বলে দেবে ফোনের ডেটা ফাঁস হয়েছে কি না

গুগল ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার চালু করেছে। এই ফিচারের সাহায্যে আপনি জানতে পারবেন আপনার ব্যক্তিগত ডেটা চুরি হয়েছে কি না।

গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার হল এমন একটি ফিচার, যেখানে এই ফিচারটি পুরো ডার্ক ওয়েব স্ক্যান করে এবং আপনাকে জানায় আপনার ডেটা ফাঁস হয়েছে কি না।

অর্থাৎ আপনার ফোন থেকে কোন কোন ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, আপনি তা এই ফিচারের সাহায্যে জেনে যেতে পারবেন।

আপনার কোন ইমেল অ্যাকাউন্ট, ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ডেটা ফাঁস হয়েছে তাও জানা যায়।

তবে Google-এর ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার কীভাবে ব্যবহার করবেন? আপনার ফোনে Google অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড এবং ইনস্টল করুন।

এর পরে, প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং ডার্ক ওয়েব রিপোর্ট অপশন ক্লিক করুন। এখন রান স্ক্যান বোতামে ট্যাপ করুন।

স্ক্যান করার পর আপনি সম্পূর্ণ ডার্ক ওয়েব রিপোর্ট পাবেন। যদি আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকে, তবে Google আপনাকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে বলবে।

Google-এর ডার্ক ওয়েব রিপোর্ট Google One এবং বিনামূল্যে উভয় ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।