25 December 2023

ফোন নিরব! হাততালি দিলেই খোঁজ মিলবে

credit: Instagram

TV9 Bangla

ফোন সাইলেন্ট থাকার কারণে অনেক সময় আশে পাশে থাকলেও তা খুঁজে পাওয়া যায় না। আর এই সমস্যা বহু মানুষেরই।

এমন পরিস্থিতিতে আপনি হাততালি বা শিস দিয়ে আপনার ফোনটি খুঁজে পেয়ে যেতে পারেন। শুনেই মজার বিষয় বলে মনে হল তো?

কিন্তু আদতেই এমনটা হয়। এর জন্য আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। যার সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোন চলে আসবে আপনার হাতে।

এই অ্যাপটির নাম হল ক্ল্যাপ টু ফাইন্ড অ্যাপ। এই অ্যাপটি নিজে থেকেই আপনার ফোন ট্র্যাক করে এবং আপনি হাততালি দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন বাজতে শুরু করে।

তবে এই ধরনের অনেক অ্যাপ পাওয়া যায়। আপনার ফোনে এই অ্যাপগুলো আগে থেকেই ইন্সটল করে রাখা উচিত, যাতে এমন পরিস্থিতিতে আপনি সহজেই আপনার ফোন খুঁজে পান।

এই অ্যাপটি কীভাবে কাজ করে তা জেনে নিন। আপনি যখনই কোনও আওয়াজ করবেন,তখন সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলতে শুরু করে।

ফোন খুঁজতে হলে আপনাকে মোট তিনবার হাততালি দিতে হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও এই অ্যাপটি ব্যবহার করার জন্য, আপনাকে কেবল শিস দিতে হবে, এর পরে আপনার ফোন থেকে শব্দ আসতে শুরু করবে। আর আপনি খুঁজে পেয়ে যাবেন।