14 November 2023

মোবাইল ডেটা কাজ না করলে তৎক্ষণাৎ কী করবেন?

আপনার মোবাইল ডেটা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে প্রথমেই আপনাকে মোবাইল ডেটা বন্ধ করতে হবে।  

আপনার মনে হতে পারে, এ আবার কেমন উপায়। কাজ করছে না বলে নেট বন্ধ রাখতে হবে? আদতেই এটি একটি গুরুত্বপূর্ণ উপায়।

যখনই ফোনের নেট ঠিক মতো কাজ করবে না, তখন সেটিকে বন্ধ করে আবার চালু করবেন। এটি আপনার নেটওয়ার্ক কানেকশন পুনরায় সেট করবে।

এরপর এয়ারপ্লেন মোড চালু এবং বন্ধ করুন। কখনও কখনও ডিভাইসটি বন্ধ করে আবার সেটি চালু করবেন। অনেক সময় এটাও নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারে।

ফোনটি যদি আপনি একবার বন্ধ করে আবার চালান, তাতেও দেখবেন কানেকশন ঠিক হয়ে গিয়েছে। তবে সব ক্ষেত্রে তা নাও হতে পারে।

কখনও কখনও সিম কার্ডেও সমস্যা দেখা যায়। এই সমস্ত উপায় কাজে লাগানোর পরেও যদি দেখেন, ঠিক হচ্ছে না। তাহলে আপনার সিমে সমস্যা।

ফলে ফোনের Settings-এ গিয়ে নেটওয়ার্ক চেক করুন। তাতে যদি টাওয়ার না দেখায়, তাহলে ধরে নিতে হবে সিমেই সমস্যা।

সেক্ষেত্রে সিম কার্ডটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে এটি পরিষ্কার করুন এবং এটি ফোনে পুনরায় ঢোকান। তারপরে দেখুন ঠিক হয়েছে কি না।