পুরনো ল্যাপটপে স্পিড বাড়ানোর টিপস্

29 September 2023

আপনার ল্যাপটপটি ঠিক করে কাজ করতে চাইছে না? কথায় কথায় হ্যাং করছে? বুঝতে পারছেন না কী করবেন? কিন্তু সব সমস্যারই সমাধান থাকে।

তেমনই ল্যাপটপটিকেও আপনি একদম নতুনের মতো করে তুলতে পারবেন। তার জন্য আপনাকে বিশেষ কিছু উপায় মেনে চলতে হবে।

আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেম, ড্রাইভার এবং সফটওয়্যার নিয়মিত আপডেট করা খুবই প্রয়োজন। আপডেট করলেই আপনার ল্যাপটপের গতি বাড়বে।

আপনার ল্যাপটপে যত বেশি ফাইল এবং ডেটা থাকবে, এটি গতিকে তত বেশি প্রভাবিত করে। তাই নিয়মিত আপনার ল্যাপটপের অবাঞ্ছিত ফাইল মুছে ফেলুন।

নিয়মিত আপনার ল্যাপটপ স্ক্যান করুন। দেখে নিন কোনওরকম ভাইরাল অ্যাটাক করেছে কি না। ভাইরাস এবং ম্যালওয়ারের শিকার হলে অনেক সময় ল্যাপটপ ধীরে কাজ করে।

প্রয়োজনে একটি ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে নিন। এতে আপনার ল্যাপটপটি খুব স্পিডে কাজ করবে। কোনও রকম সমস্যাও হবে না।

অনেকের সঠিকভাবে ল্যাপটপ বন্ধ করেন না। কাজ শেষ করার পর স্লাইড বন্ধ করে দেন, অথবা সরাসরি পাওয়ার বোতাম টিপে কম্পিউটার বন্ধ করে দেন।

এতেই আসল সমস্যা দেখা যায়। আচমকা পাওয়ার বাটন অফ করে দিলে সেই প্রোগ্রামগুলি সঠিকভাবে বন্ধ হয় না। উল্টে সেগুলি ড্যামেজ হতে শুরু হয়।