আপনার কি ল্যাপটপের টাচপ্যাড খারাপ হয়ে গিয়েছে? সারাই করতে অনেক টাকা লাগবে এই ভেবে একটি মাউস কিনে নিয়েছেন?
অনেকেই জানেন না, ড্রাইভার সমস্যা, হার্ডওয়্যার সমস্যা এবং সফ্টওয়্যার সমস্যার মতো বিভিন্ন কারণে টাচপ্যাড কাজ করতে চায় না।
কিন্তু তার জন্য় আপনাকে আর দোকানে বা সার্ভিস সেন্টারে যেতে হবে না। আপনি নিজেই বাড়িতে ঠিক করে নিতে পারবেন।
আপনার ল্যাপটপে যদি ওয়ারেন্টি থাকে, তাহলে সাহায্যের জন্য কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও আপনার আঙ্গুলের ময়লা এবং তেল টাচপ্যাডে জমা হতে থাকে।
যার জন্য়ও কখনও কখনও কাজ করে না। তাই ল্যাপটপ ব্যবহার করার আগে নরম কাপড় দিয়ে টাচপ্যাডটি পরিষ্কার করে নিন।
যদি হার্ডওয়্যার সমস্যা না থাকে , তাহলে আপনি আপনার ল্যাপটপের ট্র্যাকপ্যাড সেটিংস চেক করে দেখুন। যদি আলাদা টাচপ্যাড অন/অফ বোতাম থাকে, তাহলে অবশ্যই একবার চেক করুন।
ট্র্যাকপ্যাড সঠিকভাবে কনফিগার করা হয়েছে কি না তা দেখতে কন্ট্রোল প্যানেলে টাচপ্যাড সেটিংস দেখ নিন। কখনও কখনও ল্যাপটপের সিস্টেমে ম্যালওয়্যার ভাইরাস অ্য়াটাক করলেও এই সমস্য়া দেখা যায়।
এমনও হতে পারে আপনি ভুল করে টাচপ্যাড লক করে ফেলেছেন। তারজন্য় ‘fn’ Key চেপে ধরে X বাটন ক্লিক করুন। এতে টাচপ্যাড লক থাকলে আনলক হয়ে যাবে।