13 October 2023

WhatsApp-এ ছবি ভিডিয়ো ডাউনলোড হচ্ছে না?

বাজারে যতই বেশি স্টোরেজের স্মার্টফোন আসুক না কেন, কয়েকদিনের মধ্য়েই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। আর তারপরেই দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা।

তারমধ্যে একটি বড় সমস্যা হল WhatsApp-এ ছবি ভিডিয়ো ডাউনলোড হতে চায় না। ফলে দরকারে বিপদে পড়তে হয় আপনাকে।

এর উপায় কী? আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি খুব সহজেই সেই সব অপ্রয়োজনীয় ছবি ডাউনলোড হওয়া আটকাতে পারবেন।

হোয়াটসঅ্যাপে আপনি অটো ডাউনলোড বন্ধ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে দরকারে সেটিকে চালুও করে নিতে পারেন।

এই অপশনটি চালু রাখলে হোয়াটসঅ্যাপে আসা সমস্ত ফাইল, ফটো, ভিডিয়ো ইত্যাদি নিজে থেকেই ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যায়।

হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করবেন কীভাবে? হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করতে চান এমন কোনও গ্রুপ বা চ্যাটের প্রোফাইলে যান।

এখানে আপনি মিডিয়া ভিজিবিলিটির অপশন দেখতে পাবেন। এটি বন্ধ করুন। তারপরে আপনাকে প্রতিটি ভিডিয়ো, ফাইল ইত্যাদি ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে।

এতে আপনার বেশি ডেটা খরচ হবে না এবং ফোনের স্টোরেজ দ্রুত ভর্তি হবে না। প্রতিটি চ্যাটে আলাদা করে এটি করতে পারবেন।