09 December 2023

ইলেকট্রিক স্কুটার কিনলে নজর রাখুন এসব বিষয়ে

credit: instagram

TV9 Bangla

বর্তমানে বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক সেগমেন্টে নতুন নতুন গাড়ি বা স্কুটার লঞ্চ করছে। তবে ইলেকট্রিক গাড়ি নিয়ে এখনও কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা রয়েছে।

আপনিও যদি ইলেকট্রিক-স্কুটার কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যাতে কেনার পরে আফসোস করতে না হয়।

সবার প্রথমে কেন ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তা ঠিক করুন। আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে কিনছেন নাকি আপনার নিজের ব্যবহারের জন্য কিনছেন তা ঠিক করুন।

নিজস্ব ব্যবহারের জন্য ই-স্কুটার এবং বাইক কিনলে উচ্চ এবং নিম্ন গতি উভয় ফর্ম্যাটে কিনতে পারেন, যা বাজারে রয়েছে।

কম স্পিডের ই-স্কুটারগুলি সস্তা হয়। এই গাড়ি চালানোর জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন নেই। এগুলি ভাল ফিচার, স্টোরেজ ক্ষমতা থাকে।

সব কিছুর পিছনেই কোনও না কোনও কারণ থাকে। আর তাই কলার বাঁকা হওয়ার পিছনেও একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে।

ইলেকট্রিক স্কুটার কেনার আগে ঠিক করে নিন আপনি কতটা স্পিড এবং রেঞ্জ কিনতে চান। তারপরেই বাজেট ঠিক করুন।

ইলেকট্রিক স্কুটার কেনার আগে আপনাকে ব্যাটারির দিকে নজর রাখতেই হবে। কারণ ব্যাটারি ভাল না হলে কেনার পর দিন থেকে আপনাকে ভুগতে হবে।

বার-বার চার্জ দেওয়ার ঝামেলা পোয়াতে হবে। তাই ভাল ব্যাটারি ব্য়াকআপের ইলেকট্রিক স্কুটার কেনা উচিত। এসব কিছু দেখে তবেই কিনুন।