6 December 2023
মোবাইল জলে পড়লে উপায় কী?
অনেক সময় এমন হয় যখন ভুলের কারণে আপনার স্মার্টফোন জলে পড়ে যায় বা আপনার স্মার্টফোনে জলে পড়ে।
এমতাবস্থায় আপনি বুঝে উঠতে পারেন না যে কী করবেন। আর তখন এমন কিছু ভুল করে বসেন যার ফলে আপনার ফোনটি নষ্ট হয়ে যায়।
ফলে যতই চেষ্টা করেন না কেন চালু হতে চায় না। ফলে বেশিরভাগ মানুষ মনে করেন যে, স্মার্টফোনে জল পড়লে তা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়।
যদিও তা একেবারেই নয়। আপনাকে এমন কিছু সহজ টিপস জানানো হবে যাতে করে আপনার ফোন জলে পড়ে গেলে আপনি সহজেই তা ঠিক করে নিতে পারবেন।
স্মার্টফোনটি জলে পড়ে গেলে যদি সঙ্গে সঙ্গে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে ভুলেও সেটিকে অন করার চেষ্টা করবেন না।
আপনার স্মার্টফোন যদি জলে পড়ে যায়, তাহলে সেটিকে জল থেকে সরানোর পর প্রথমেই এটিকে একটি টিস্যু পেপার দিয়ে ভালভাবে মুছে নিন।
স্মার্টফোনটিকে শুকানোর জন্য হিটার বা হেয়ার ড্রায়ার ব্য়বহার করবেন না। এতে স্মার্টফোনের আরও ক্ষতি হতে পারে।
আপনার স্মার্টফোনটি জলে পড়লে একটি চালের পাত্রে মধ্যে রেখে তার চারপাশে চাল দিয়ে ঢেকে দিন। এভাবে এক দুদিন রেখে তারপর চালু করুন।
আরও পড়ুন