16 January 2024

প্রিয়জনের গলার আওয়াজেই লুকিয়ে বিপদ!

credit: istock

TV9 Bangla

প্রিয়জনদের গলার আওয়াজ হুবহু নকল করেই হচ্ছে একের পর এক জালিয়াতি। আর তা বুঝতে না পেরে সেই ফাঁদে পড়ছেন বহু মানুষ।

তাই আগে ভাগে কিছু বিষয় জেনে রাখা উচিত। বর্তমানে সর্বত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে চর্চা। ইতিমধ্যে এই প্রযুক্তির অপব্যবহারও শুরু হয়ে গিয়েছে।

যদিও এই এআই ভয়েস ক্লোনিং খুবই নিখুঁত। কিন্তু তা ধরার বেশ কিছু উপায়ও রয়েছে। আপনাকে তেমনই কিছু উপায় জানানো হবে।

আপনি যদি আত্মীয় বা কোনও বন্ধুদের থেকে অপ্রত্যাশিত কল পান তাহলে সাবধান থাকতে হবে। ভুল সময়ে ঘন ঘন ফোন এলেই তা এড়িয়ে যান।

এছাড়াও ফোন যদি আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়, তাহলে একেবারেই সেই কথায় বিশ্বাস করবেন না। এমার্জেন্সির নাম করেই টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতেরা।

যদি আওয়াজ শুনে কোনও রকম রোবোটিক সাউন্ড বলেমনে হয়, তাহলে দ্রুত সতর্ক হতে হবে। ভুল উচ্চারণ এবং বলার ধরণ আলাদা লাগলেই সজাগ হোন।

মনে রাখবেন কোনও আত্মীয় বা বন্ধু পরিজন ব্যক্তিগত তথ্য চাইবে না ফোন করে। যদি হঠাৎই পরিচিত কেউ আপনাকে ফোন করে ব্যক্তিগত তথ্য চায়, তাহলে তা এড়িয়ে চলুন।

যত পরিচিতই হোক কখনই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ড নম্বর, ইউপিআই পিন, ওটিপি এবং পাসওয়ার্ড শেয়ার করবেন না।