এসব টোটকায় অর্ধেক হয়ে যাবে ইলেকট্রিক বিল

223 September 2023

প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল আসছে? কিছুতেই বুঝতে পারছেন না এমন কেন হচ্ছে? আপনাকে সেই সমস্যার সমাধান দেওয়া হবে।

আপনি আপনার অজান্তেই এমন কিছু কাজ করে বসেন, যার জন্য প্রতিমাসে ইলেকট্রিক বিলের পিছনে অনেক টাকা গুনতে হয়।

আসুন জেনে নেওয়া যাক সেসব চমৎকার টিপস, যা ব্যবহার করে আপনিও বিদ্যুতের বিল কমিয়ে অনেক টাকা বাঁচাতে পারবেন।

গরমে বিদ্যুতের বিল কমানো সম্ভব। এবার থেকে বিদ্যুতের বিল আসবে অর্ধেকেরও কম। তার জন্য মেনে চলতে হবে এই সব উপায়।

সারা রাত মোবাইল চার্জ দেবেন না। এতে অনেক টাকার বিদ্যুত বিনা কারণে নষ্ট হয়। যা আপনি খুব সহজেই দিনের সময় চার্জ দিয়ে বাঁচাতে পারেন।

দিনের সময় বিনা কারণে আলো জ্বালিয়ে রাখবেন না। যার ফলে আপনার অনেক বেশি টাকার বিদ্যুতের বিল আসে। এছাড়াও নতুন ইলেকট্রনিক জিনিসে বিদ্যুত খরচ কম হয়।

ইলেকট্রনিক জিনিস প্লাগ লাগিয়ে রাখবেন না। এমনকি প্লাগের সুইচ বন্ধ থাকলেও একই সমস্যা থেকে যায়। ফলে এই দিকে অবশ্যই লক্ষ্য রাখুন।

বিনা কারণে ফ্রিজকে বেশি ঠান্ডা করবেন না। এতে অনেক বিল খরচ হয়। এছাড়াও লাইট বাল্বেও আপনার বিদ্যুতের খরচ বেশি হয়।