টিভি পরিষ্কারের আগে মাথায় রাখুন 5 টিপস
19 September 2023
অনেকেই মনে করেন টিভি পরিষ্কার করা খুব কঠিন কাজ। কিন্তু একেবারেই তা নয়। খুব সহজেই এই কাজ হয়ে যায়। কিন্তু কীভাবে?
তবে পরিষ্কার করার আগে কতগুলো বিশেষ দিকে নজর রাখা প্রয়োজন। নাহলে আপনার অজান্তেই এমন কিছু ভুল করে বসবেন, যার জন্য বড় ক্ষতি হয়ে যাবে।
তাই আপনাকে এমন কয়েকটি টিপস জানানো হবে, যাতে আপনি সহজেই টিভির স্ক্রিন একেবারে নতুনের মতো চকচকে করে ফেলতে পারবেন।
প্রথমেই টিভিটি আনপ্লাগ করতে হবে। তার জন্য প্রথমে সুইচ অফ করুন। তারপর বোর্ড থেকে টিভিটি আনপ্লাগ করুন।
খেয়াল রাখবেন টিভি যেন কোনওভাবেই কারেন্টের সংস্পর্শে না আসে। অনেকেই আছেন যারা টিভিটি আনপ্লাগ না করেই পরিষ্কার করা শুরু করেন।
যখনই আপনি একটি টিভি পরিষ্কার করবেন, এটিকে একপাশ থেকে ধরে রাখুন যাতে আপনার টিভিটি কোনওভাবেই না নড়ে।
যেকোনও কাপড় দিয়ে টিভি পরিষ্কার না করে, শুধুমাত্র মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। মাইক্রোফাইবার না থাকলে সুতি কাপড় ব্যবহার করুন।
টিভি পরিষ্কার করার সময়, মাইক্রোফাইবার কাপড় হালকাভাবে ভিজিয়ে নিন। এর পরে, এটি দিয়ে টিভির স্ক্রিন পরিষ্কার করুন।
আরও পড়ুন