1 december 2023

পুরনো স্মার্টফোন বিক্রির আগে জরুরি কিছু বিষয়

পুরনো ফোন বিক্রি করে দিয়ে নতুন ফোনে আনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, যাতে আপনাকে কোনও সমস্যায় পড়তে না হয়।

নম্বর থেকে শুরু করে ছবি, ভিডিয়ো সব কিছুই এক ফোন থেকে অন্য ফোনে আনার ঝামেলা থাকে।  তাই নতুন ফোন ব্য়বহার করার আগে আপনাকে কোন কোন দিকে নজর রাখতে হবে দেখে নিন।

প্রথমেই ডেটা ট্রান্সফার করে নিন। পুরনো স্মার্টফোন থেকে নতুন স্মার্টফোনে আপনার গুরুত্বপূর্ণ ডেটা স্থানান্তর করার আগে একটি ব্যাকআপ নিন।

তার আগে নিশ্চিত করে নেবেন যে, আপনার সমস্ত তথ্য, মেসেজ, ফটো, ভিডিয়ো, ডকুমেন্ট এবং অন্যান্য ডেটা সব ঠিকভাবে ব্যাকআপ নিয়েছে কি না।

এর জন্য আপনি আপনার স্মার্টফোনের ব্যাকআপ এবং রিস্টোর ফাংশন ব্যবহার করতে পারেন। যদি কোনও অপশন না পান, তাহলে এর জন্য কোনও তৃতীয় পক্ষের অ্যাপও ব্যবহার করতে পারেন।

আপনার পুরনো স্মার্টফোনে সমস্ত প্রয়োজনীয় অ্যাপ নতুন স্মার্টফোনে ডাউনলোড এবং ইনস্টল করুন। আপনি অ্যাপ স্টোর ব্যবহার করে এটি করতে পারেন।

এছাড়াও, আপনার পুরনো স্মার্টফোনের গ্যালারি, ভিডিয়ো এবং অন্যান্য ডেটা নতুন স্মার্টফোনে নিয়ে নিন, যাতে আপনাকে আর কোনও রকম সমস্যায় পড়তে না হয়।

নতুন স্মার্টফোনে আপনার ব্যক্তিগত এবং সাধারণ নিরাপত্তা পরীক্ষা করুন। সিকিউরিটির জন্য আপনার স্মার্টফোনে পাসওয়ার্ড, পিন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান ব্যবহার করুন।