3 November 2023

Gmail-এ 15GB স্টোরেজ ফুরিয়ে গেলে কী করবেন?

প্রত্যেকটা Google Account-এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে 15GB ফ্রি স্টোরেজ অফার করে ইমেল সার্ভিসটি। কিন্তু সেই 15GB ডেটা ফুরিয়ে গেলে কী করবেন?

Gmail-এর স্টোরেজের বেশির ভাগ জায়গাটাই খেয়ে নেয় জিমেলের ইমেল এবং গুগল ফটোজ়। ফলে সেগুলোকে কীভাবে ম্যানেজ করবেন, জেনে নিন।

প্রথমেই আপনার অ্যাকাউন্ট থেকে পুরনো এবং অপ্রয়োজনীয় ইমেলগুলি ডিলিট করুন, যা এখন আর আপনার কোনও কাজে লাগে না।

প্রতিনিয়ত আপনি যদি স্প্যাম ও ট্র্যাশ ফোল্ডার খালি করেন, তাহলে অনেকটাই জায়গা বাঁচাতে পারবেন। তার জন্য সার্চ বারে খুঁজে নিতে পারেন সেই সব মেল।

ফিল্টারের সাহায্যে আপনি ইমেলগুলিকে বিভিন্ন ফোল্ডারে অটোমেটিক্যালি অর্গ্যানাইজ় করতে পারেন। এতে কিছুটা জায়গা বাঁচাতে পারবেন আপনি।

আপনার জিমেল অ্যাকাউন্টের অনেকখানি জায়গা খেয়ে নিতে পারে অ্যাটাচমেন্ট। সেক্ষেত্রে আপনি কোনও ফাইল অ্যাটাচ করার পরিবর্তে ফাইল লিঙ্ক করতে পারেন।

আপনি যদি ঘনঘন বড় ফাইল পেয়ে থাকেন বা পাঠাতে থাকেন, তাহলে গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন।

ভুলবশতও অনেক সময় কিছু ইমেল সাবস্ক্রাইব করেন অনেকে। ফলে সেগুলিকে আগে আনসাবস্ক্রাইব করতে হবে। তবে অনেকটা জায়গা খালি হবে।