18 October 2023
Jio AirFiber কানেকশন নেবেন কীভাবে?
কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনের মতো দেশের 8টি শহরে পরিষেবা দিচ্ছে Jio AirFiber।
Jio AirFiber কানেকশন নেবেন ভাবছেন? কিন্তু কানেকশনের বুকিং প্রক্রিয়া জানা আছে কি? কীভাবে পাবেন পরিষেবা?
এক্ষেত্রে আপনাকে MyJio অ্যাপে গিয়ে বা Jio-র কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে নিজের এলাকায় জিও এয়ারফাইবার আছে কি না তা জানতে হবে।
এরপর একটি নতুন কানেকশন বুক করতে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp-এর মাধ্যমে জিও এয়ারফাইবার বুকিং করতে 60008-60008 নম্বরে একটি মিসড্ কল দিন।
এরপর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ jio.com-এ যান। তারপরে মাইজিও অ্যাপে যান। চাইলে আপনি নিকটস্থ Jio Store-এ যেতে পারেন।
এবার জিও এয়ারফাইবারের জন্য রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন। এক্ষেত্রে জিও আপনার সঙ্গে যোগাযোগ করবে।
কানেকশন বুকিং হয়ে গেলে আপনি আপনার জিও এয়ারফাইবারের জন্য একটি ওয়াই-ফাই রাউটার, 4K স্মার্ট সেট-টপ বক্স এবং একটি ভয়েস-অ্যাক্টিভেটেড রিমোট পাবেন।
Jio কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই এয়ারফাইবার কানেকশন দেয়। তাই এটির পরিষেবা পেতে শুধুমাত্র জিও এয়ারফাইবার প্ল্যান এবং ইনস্টলেশন ফি দিতে হবে।
আরও পড়ুন